Wednesday, January 6, 2021

Why Should We Hire You? / আপনাকে চাকরিটি কেন দিব?


 


আসসালামু আলাইকুম, জ্ঞানপিপাসু বন্ধুরা। আশা করি সবাই অনেক উপকৃত হচ্ছেন আমাদের এই আর্টিকেলগুলো পড়ে।


Welcome To The KA Academy


আজকে আমরা কথা বলবো ইন্টার্ভিউ বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে।চলুন তাহলে শুরু করি-

"আমরা আপনাকে কেন নিব?" এই প্রশ্নটি অনেক জটিল এবং আপনি যদি উপযুক্ত উত্তর দিতে না পারেন তাহলে আপনার চাকরি পাওয়ার  আশা ছেড়ে দিতে হবে।


How to get a proper answer?


Well, You can follow the following tricks to give a better answer.


Why should we hire you?


Well, Sir, I feel there are 4 reasons why you should hire me.


-One, I am very aggressive and focused person who likes to overcome challenges, and I am an innovative person.


-Second, I am a team player with good knowledge on sales management.


-Third, I am looking for a long term career with your organisation ; and I am really passionate about this job.


- Fourth, I feel that the role and exposure to knowledge which your company will provide me is totally inline with my expectations and interests.


আপনি যদি এভাবেও স্বতঃস্ফূর্তভাবে বলতে পারেন ইনশাল্লাহ বোর্ড অনেক খুশি হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যেতে পারেন।

Subscribe the channel to get more.






তাছাড়া, আপনি নিজেই একটু গভীরভাবে চিন্তা করুন ত আসলে কেন তারা আপনাকে চাকরিটা দিবে। আপনি কি মনে করেন? আপনার কোন গুণটি বা স্কিলসটি আছে যা অন্যদের নেই বা চাকরিটি আপনাকেই কেন দেওয়া উচিত?


এসবের উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবেন।


আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আপনার মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য।


Know yourself, assist others to know. We want to build ourselves for a better future. 


Kawsar Ahamed

Founder & CEO, The KA Academy

Author : Easy Way To Learn British Accent.


★ To grab the book contact with us for the details. 



No comments:

Post a Comment