Sentence Making Structures Part- 1
★SMS-1: don't/doesn't /didn't +seem+to be +adjective +......
(মনে হয় না/মনে হয় নি) বুঝাতে বসে।
যেমন -
ছেলেটিকে অলস মনে হয়নি - The boy didn't seem to be lazy.
মেয়েটিকে মেধাবী মনে হয়নি - The girl didn't seem to be sharp.
★SMS-2: sub+look/looks +adjective +... (দেখায় বুঝাতে বসে)। যেমন -
বুশরা আহমেদকে সুন্দর দেখায় -Bushra Ahamed looks beautiful.
তাদেরকে মলিন দেখায় - They look pale(মলিন).
★SMS-3: sub+know /knows +how to +vp+..... ( জানি,জানো, জানেন বুঝাতে ব্যবহৃত হয়)। যেমন -
আমি সাঁতার কাটতে জানি - I know how to swim.
সে গাড়ি চালাতে জানে - He knows how to drive a car.
★SMS-4: sub+stopped +ing+........
(বন্ধ করল/ বন্ধ করলেন/করলাম বুঝাতে ব্যবহৃত হয়)। যেমন -
সে ধূমপান বন্ধ করল - He stopped smoking.
লোকটি কথা বলা বন্ধ করল - The man stopped talking.
★SMS-5: বাংলা শব্দের শেষে -তে প্রত্যয় থাকলে ইংরেজী করতে হলে তার আগে to যোগ করতে হয়। যেমন
Eat= খাওয়া, to eat= খাইতে
go = যাওয়া, to go = যাইতে
★SMS-6: বাংলা শব্দের শেষে যদি-- ইয়া-প্রত্যয় থাকে তবে ইংরেজী করার সময়
Having been+ V.P.P করতে হয়।
যেমন -
পদত্যাগ করিয়া - Having been Resigned.
নির্বাচিত হইয়া -Having been elected.
শিক্ষিত হইয়া- Having been educated.
No comments:
Post a Comment