Tuesday, December 15, 2020

"Fucking " একটি গ্রামের নাম

 



Fucking" এই বহুল পরিচিত শব্দটির সাথে আমরা সবাই ওয়াকিবহাল। কিন্তু আপনি জানেন কি Fucking একটি সুন্দর গ্রামের নাম?


অবাক হচ্ছেন!  অবাক হওয়ার কিছু নেই আপনি ঠিকই শুনেছেন।  " Fucking " গ্রামটি অস্ট্রিয়াতে অবস্থিত, যেটি ৬ শতাব্দীতে একজন বিখ্যাত নোবেল ম্যান Focko এর নামে নামকরণ করা হয়েছে।


It is first recorded in historical sources with the spelling as Vucchingen in 1070, Fukching in 1303, Fugkhing in 1532, and in the modern spelling Fucking in the 18th century.


ছোট্ট এই সুন্দর গ্রামটি তে মাত্র ১০৬ জন মানুষের বসবাস।  Fucking শব্দটি সাধারণত ভগ্ন রাস্তায় ট্রাফিক সাইন বোর্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে,যা বিদেশি পর্যটকদের চরমভাবে আকর্ষিত করে। এই নাম পরিবর্তনের জন্য অনেক দর্শনার্থীই পরামর্শ দিয়েছিলেন কিন্তু সেখানকার মেয়র সেটা করেনি।


অনেক সমালোচনার পর একদিন মেয়র গ্রামের নামটি পরিবর্তনের জন্য ভোটের ব্যবস্থা করেন,কিন্তু আপসোস, কেউ তা পরিবর্তনের জন্য ভোট দেইনি। 


এই সাইনটি এতই জনপ্রিয় ছিল যে সবাই এখানে শুধু নিজের ছবি তুলার জন্যই ভ্রমণে আসতো। একদা এটি চুরি হয়ে গিয়েছিল। তারপর এই এলাকার মেয়র সেখানে CCTV camera স্থাপন করে যাতে কেউ সেখানে যৌনসংগম বা  সেক্সুয়াল দৃশ্য ধারণ করতে না পারে।


এখানে Fucking মানে বুঝায় (place of) Focko's people.


এই গ্রামটি নিয়ে আরও অনেক মজার তথ্য আছে যা আপনি চাইলে জেনে নিতে পারেন।


কিন্তু দুঃখের বিষয় এইযে, ২০২০ সালের ১৭ নভেম্বর কাউন্সিল অফ টারসডর্ফ এটার অফিসিয়াল নাম পরিবর্তনের সিদ্ধান্ত নে, যা "Fugging" নামে ২০২১ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। কিন্তু এটার উচ্চারণ  "Fucking " এর মতই হবে।


Kawsar Ahamed

Founder & CEO, The KA Academy 

YouTube: https://youtube.com/channel/UCUMfkapke6CdTpv6DtDz7Aw

No comments:

Post a Comment