Saturday, April 24, 2021

Spoken & Written English : Sentence Making Structure

The KA Academy 

 

Spoken & Written English Structures :


 নিয়ম গুলো মুখস্থ করে হয়ে যান একজন ভালো বক্তা এবং লেখক।

আরো পেতে অবশ্যই লেখাটি শেয়ার করুন।

SMS-19: যদি দ্বিরুক্ত কোন শব্দ হয় যেমন করতে করতে, খাইতে খাইতে, কাঁদতে কাঁদতে... তবে দ্বিরুক্ত ক্রিয়াটার সাথে ing যুক্ত হবে অর্থাৎ

verb+verb+ing….. 

যেমন :- 

  • সে হাসতে হাসতে কথা বলে - He speaks laughing.

  • সে নাচতে নাচতে এলো - He came dancing.

  • সে কাদতে কাদতে কোরআন তেলাওয়াত করতেছিলো - He was reciting holy Quran crying.

  • ঘোড়াটি লাফাতে লাফাতে অগ্রসর হলো - The horse advanced galloping.



SMS-20:  যদি এইরকম হয় 'প্রায় করার পথে " তখন About to+ verb….

যেমন -

  • আমি তো প্রায় মরার পথে-I am about to die.


  • পরিক্ষা শেষ হওয়ার পথে -The exam is about to finish.

  • সে তো বিসিএস ক্যাডার হওয়ার পথে -He is about to be a BCS cadre.


  • আমি বাড়ি পৌছার কাছাকাছি - I am about to reach home.


SMS-21: এটাই উপযুক্ত সময়----

It is high time+to+verb….

It is high time+sub+V.P…

যেমন -

  •  এটাই বাড়ি যাওয়ার উপযুক্ত সময় - It's high to time to go home.

  • আমাদের ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময় - It's high time we learnt English. 


Call for the book at 01758967934


      


SMS-22: এমন কেউ নেই যে করে না... প্রকাশ ভঙ্গী থাকলে এরুপ বাক্য গঠন হয়।

There is no+Sub+verb.... 

যেমন-

  • এমন কোন মা নেই যে সন্তানকে ভালোবাসে না - There is no mother but loves her children.

  • এমন কোন মুসলমান নেই যে নবী কে ভালোবাসে না - There is no Muslim but loves Prophet



SMS-23:  অবলম্বন করে ছিলো,  বা আশ্রয় নিয়েছিল....... এইরকম থাকলে যায়া হবে।


Have resort / Resources to + Noun/Adjective…. 

যেমন -

  • সে বাচার তাগিদের বাটপারির/জালিয়াতির আশ্রয় নিয়েছিলো- He had resources to forgery  for a living.

  •  ছাত্র জীবনে জীবিকার জন্য সে  রিক্সাও পর্যন্ত  চালিয়েছিল - Even He  had resources to Rickshaw Pulling for a living in his  student life .  


  • বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের সহিংসতার পথ অবলম্বন করা উচিৎ না - Students should not  have resort to violence in university campus. 

https://www.facebook.com/TheKAAcademy.Kawsar


SMS-24: ধারণা করা হয়,  অনুমান করা হয় ---- ভঙ্গি থাকলে।


(Supposed/Thought/Surmised) to have/have been + VPP….

যেমন -


  • ধারনা করা হয় জন এফ ক্যানেডিকে ইলিমোনাট্টি দ্বার হত্যা করা হয়েছে - Jhon F kenedy is supposed to have been assassinated by Illuminate.


  • ধারনা করাণা করা হচ্ছে এবার সে নির্বাচনে পাশ করবে - He is being surmised to have passed Election this time. 



SMS-25: যা / যে গুলো করতে হবে...


To be + VPP…..

যেমন -


  • অনেক প্রশ্ন রয়ে গেছে যার জবাব দিতে  - Many questions are left to be answered.  

  • যে বইটা কিনতে হবে তা হলো লাল রঙের - The book is to be bought is red in color.

  • যে গাছ গুলো রুপন করতে হবে তা কীটপতঙ্গ নষ্ট করে ফেলেছে - Insecticides have ruined those tree to be planted .   




ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল্টি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। 

No comments:

Post a Comment