Thursday, January 7, 2021

ব্যবসায়ীরা কেন দ্রুত বিলিয়নিয়ার হয়? আর চাকুরীজীবীরা পারে না কেন?


 চাকরি নাকি ব্যবসা?


আসসালামু আলাইকুম, জ্ঞানপিপাসু বন্ধুরা।  আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি।


আসলে এখন আমরা সবাই চাকরির পেছনে ছুটোছুটি করছি,কিন্তু আপনি জানেন কি যারা চাকরি করে তারা সারা জীবন চাকরই থেকে যাবে বা কখনও ধনী হতে পারবেনা?


হ্যাঁ, ঠিক তাই। আমরা যদি লক্ষ্য করি যে আজকে বিশ্বে সবচেয়ে ধনী বা প্রচুর সম্পদের মালিক যারা হয়েছেন তারা সবাই ব্যবসায়ী।


ব্যবসায় হচ্ছে ধনী হওয়ার প্রধান এবং একমাত্র উপায়। তাই এখুনি ব্যবসায়ী আইডিয়া বের করে শুরু করে দিন আর বিলিয়নিয়ার হয়ে যান।


কিভাবে বা কেন ব্যবসায়ীরা চাকরিজীবীদের চেয়ে বেশি টাকার মালিক হয়?


নিচের টেবিলটি লক্ষ্য করুন :



            চাকরিজীবী 

                    ব্যবসায়ী 

    বেতন 

                মুনফা /বিক্রয় 

মাস -১    = ১০০০০

            ১০০০০

মাস- ২  = ১০০০০

            ৮০০০

মাস- ৩ = ১০০০০

            ১১০০০

মাস-৪ = ১০৫০০

          ১২০০০

মাস- ৫ = ১০৫০০

          ৯০০০০

মাস-৬ = ১১০০০

        ১৫০০০

মাস- ৭ = ১১০০০

        ১৮০০০

মাস- ৮-৯-১০ = ১১০০০

        ২৫০০০, ৪০০০০, ৩৫০০০

মাস-১১-১২ = ১১০০০

        ৩০০০০, ৫০০০০

মোট = ১,১৫,০০০ টাকা ( বার্ষিক আয়)

মোট = ২,৬১,০০০ টাকা ( বার্ষিক মুনফা) 



এবারতো বুঝতে পেরেছেন যে ব্যবসায়ীরা কেন তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়। একজন চাকরিজীবী সাধারণত একই হারে বেতন পেয়ে থাকেন বাড়লেও বেশি একটা বাড়ে না। অন্যদিকে, ব্যবসায়ীরা কি পাচ্ছে তা ইতোমধ্যে বুঝে গেছেন। তাই ব্যবসায় মনোযোগ দিন নিজে স্বাবলম্বী হন অন্যদের কাজের সুযোগ তৈরি করে দিন।

আরো অনেকভাবে পার্থক্য করা যায় যা আপনি আপনার চারপাশে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব সাধারণ একটা ঘটনা বলি - ১ জন দুধ বিক্রেতা প্রতিদিন আপনার থেকে ৫ কেজি দুধ নেয় ২৫০ টাকায়, এরুপ সে ১০ জনের কাজ থেকে দুধ সংগ্রহ করে তা বিক্রি করে মিনিমাম ৮০ টাকা কেজি।


 আর তাছাড়া আপনি যদি রেস্টুরেন্ট এর দিকে তাকান  তাহলে দেখবেন যে তারা ১টি গ্রিল ৩০০-৪০০ টাকা বিক্রি করছে যেখানে ১ ব্রয়লার মুরগির দাম ১১০ টাকা। এখন নিজেই বুঝতে পারছেন যে কেন ব্যবসায়ীরা ধনী হয়।


©Kawsar Ahamed 





No comments:

Post a Comment