Tuesday, January 19, 2021

Sentence Making Structure : ১ মিনিটে বানিয়ে ফেলুন হাজার হাজার বাক্য।



Sentence Making Structure:


 SMS-13:  "অবশ্যই করবো" যদি থাকে তবে must হবে Subject এর পর আর যদি করবোই করবো থাকে  তাহলে Must হবে Subject এর আগে।


  • আমি অবশ্যই যাবো= I  must go.

  • আমি যাবোই যাবো = Must I go.


  • আমি এটি অবশ্যই করবো = I must do it.

  • আমি এটি করবোই করবো = Must I do.


SMS-14:  যদি হয়েই যায়..... এই রকম থাকলে।

Happen to + verb হয়...

যেমন-

  • Convey my salam,  If you happen to meet him = তার সাথে যদি ফেখা হয়েই যায়, তাকে আমার সালাম দিও.

  • Meet me if you happen to come Sylhet -- সিলেট যদি এসেই যাও আমার সাথে দেখা করিও


SMS-15: যতক্ষণ...... ততক্ষণ।


এই রকম হলে নিচের সুত্র হবে

............ As long as ........

  • No worry,  As long as Allah with me - আল্লাহ যতক্ষণ আমার সাথে আছে কোন চিন্তা নেই।


  • Strive  as long as  you have  chance - সুযোগ যতক্ষণ আছে ততক্ষণ কঠোর পরিশ্রম করো।


SMS-16: মনে হচ্ছে কি ঘটবে..... 


seem /seems to be + V+ing…...


  • ডোনাল্ড ট্রাম মনে হচ্ছে  উত্তর কোরিয়া আক্রমণ করতে যাচ্ছে - Donald Trump seems to be invading North Korea.


  • রাশিয়া এবং চীন মনে হচ্ছে উত্তর কোরিয়ার পক্ষ নেবে - Russia and China seem to be endorsing North Korea.


  • মনে হচ্ছে বিশ্ব আরেকটা বিশ্বযদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে -The world seems to be  envisaging  another world war.




SMS-17: যদি কোন কিছু হয় বা নাহয় এমন প্রকাশ ভঙ্গি থাকে তাহলে, 

What if+Clause হবে।


যেমন-

  • What if he understands? = যদি সে বুঝে তাহলে কি হবে?

  • What if you become the prime minister? = তুমি যদি প্রধানমন্ত্রী হও তাহলে কি হবে?

  • What if she rejects your proposal? = যদি সে তোমার প্রস্তাব প্রত্যখান করে তাহলে কি হবে?

  • What if she doesn't accept your offer? =সে যদি প্রস্তাব না গ্রহণ করে তাহলে ক হবে?


SMS-18:  দ্বৈত যদি কোন উচ্চারণ হয় তার বেলায় হবে

Keep no + Noun…….. 

যেমন :-

  • মৃত্যুর সময় অসময় নাই - Death keeps no time

  • তোমার কোন দায়িত্ব টায়িত্ব নাই -You keep no responsibility.

  • তোমার কোন শরমটরম নাই - You keep no shame.



SMS-19: যদি দ্বিরুক্ত কোন শব্দ হয় যেমন করতে করতে, খাইতে খাইতে, কাঁদতে কাঁদতে... তবে দ্বিরুক্ত ক্রিয়াটার সাথে ing যুক্ত হবে অর্থাৎ

verb+verb+ing….. 

যেমন :- 

  • সে হাসতে হাসতে কথা বলে - He speaks laughing.

  • সে নাচতে নাচতে এলো - He came dancing.

  • সে কাদতে কাদতে কোরআন তেলাওয়াত করতেছিলো - He was reciting holy Quran crying.

  • ঘোড়াটি লাফাতে লাফাতে অগ্রসর হলো - The horse advanced galloping.


Book: Easy Way To Learn British Accent




No comments:

Post a Comment