Sunday, April 25, 2021

গণিতের মৌলিক বিষয়াবলী : A to Z

 








গণিতের মৌলিক বিষয়াবলী ঃ


১। গুণফল =গুণ্য × গুণক।

২। গুণক = গুণফল ÷ গুণ্য।

৩। গুণ্য= গুণফল ÷ গুণক

নিঃশেষে বিভাজ্য হলে।

৪।ভাজক= ভাজ্য÷ ভাগফল।

৫। ভাগফল = ভাজ্য ÷ ভাজক।

৬। ভাজ্য = ভাজক × ভাগফল।

নিঃশেষে বিভাজ্য না হলে।

৭। ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।

৮। ভাজ্য= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগফল।

৯।ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।

১০। গড়= রাশিগুলোর যোগফল ÷ রাশিগুলোর সংখ্যা।

১১। লাভ = বিক্রয়মূল্য — ক্রয়মূল্য।

১২। ক্ষতি = ক্রয়মূল্য — বিক্রয়মূল্য।

১৩। ৫৯০০ ÷ ১০০ = ৫৯

১৪। ১×.১×.০১×.০০১= ০.০০০০০১

১৫। ১০০০ গ্রাম = ১ কিলোগ্রাম।

১৬। ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।

১৭। ১ কুইন্টাল= ১০০ কিলোগ্রাম (কেজি)।

১৮। ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (কেজি)।

১৯। ১ এয়র = ১০০ বর্গমিটার।

২০। ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার।

২১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ।

২২। সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা।

২৩। ত্রিভুজের ক্ষেত্রফল = ( ভূমি × উচ্চতা) ÷২

২৪। দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ।

২৫। প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য।

২৬। ভূমি = ( ক্ষেত্রফল × ২) ÷ উচ্চতা।

২৭। উচ্চতা = ( ক্ষেত্রফল ×২) ÷ ভূমি।

২৮। পরিসীমা = ২ × ( দৈর্ঘ্য + প্রস্থ)।

২৯। জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।

৩০। আয়তন = জনসংখ্যা ÷ ঘনত্ব।

৩১। ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।

৩২। জনসংখ্যা = ঘনত্ব × আয়তন।

৩৩। ভাগ কী?

উত্তরঃ ভাগ হলো পুনঃ পুনঃ বিয়োগ।

৩৪। খোলা বাক্য কাকে বলে?

উত্তরঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায় না তাকে খোলা বাক্য বলে।

৩৫। গাণিতিক বাক্য কাকে বলে?

উত্তরঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায় তাকে গাণিতিক বাক্য বলে।

৩৬। অক্ষর প্রতিক কী?

উত্তরঃ অজানা সংখ্যা নির্দেশক করতে যে বিশেষ প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে।

৩৭। গাণিতিক প্রতীক কী?

উত্তরঃ গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাই গাণিতিক প্রতীক।

৩৮। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?

উত্তরঃ সংখ্যা প্রতীক ১০টি। যথা- ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯





Saturday, April 24, 2021

Spoken & Written English : Sentence Making Structure

The KA Academy 

 

Spoken & Written English Structures :


 নিয়ম গুলো মুখস্থ করে হয়ে যান একজন ভালো বক্তা এবং লেখক।

আরো পেতে অবশ্যই লেখাটি শেয়ার করুন।

SMS-19: যদি দ্বিরুক্ত কোন শব্দ হয় যেমন করতে করতে, খাইতে খাইতে, কাঁদতে কাঁদতে... তবে দ্বিরুক্ত ক্রিয়াটার সাথে ing যুক্ত হবে অর্থাৎ

verb+verb+ing….. 

যেমন :- 

  • সে হাসতে হাসতে কথা বলে - He speaks laughing.

  • সে নাচতে নাচতে এলো - He came dancing.

  • সে কাদতে কাদতে কোরআন তেলাওয়াত করতেছিলো - He was reciting holy Quran crying.

  • ঘোড়াটি লাফাতে লাফাতে অগ্রসর হলো - The horse advanced galloping.



SMS-20:  যদি এইরকম হয় 'প্রায় করার পথে " তখন About to+ verb….

যেমন -

  • আমি তো প্রায় মরার পথে-I am about to die.


  • পরিক্ষা শেষ হওয়ার পথে -The exam is about to finish.

  • সে তো বিসিএস ক্যাডার হওয়ার পথে -He is about to be a BCS cadre.


  • আমি বাড়ি পৌছার কাছাকাছি - I am about to reach home.


SMS-21: এটাই উপযুক্ত সময়----

It is high time+to+verb….

It is high time+sub+V.P…

যেমন -

  •  এটাই বাড়ি যাওয়ার উপযুক্ত সময় - It's high to time to go home.

  • আমাদের ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময় - It's high time we learnt English. 


Call for the book at 01758967934


      


SMS-22: এমন কেউ নেই যে করে না... প্রকাশ ভঙ্গী থাকলে এরুপ বাক্য গঠন হয়।

There is no+Sub+verb.... 

যেমন-

  • এমন কোন মা নেই যে সন্তানকে ভালোবাসে না - There is no mother but loves her children.

  • এমন কোন মুসলমান নেই যে নবী কে ভালোবাসে না - There is no Muslim but loves Prophet



SMS-23:  অবলম্বন করে ছিলো,  বা আশ্রয় নিয়েছিল....... এইরকম থাকলে যায়া হবে।


Have resort / Resources to + Noun/Adjective…. 

যেমন -

  • সে বাচার তাগিদের বাটপারির/জালিয়াতির আশ্রয় নিয়েছিলো- He had resources to forgery  for a living.

  •  ছাত্র জীবনে জীবিকার জন্য সে  রিক্সাও পর্যন্ত  চালিয়েছিল - Even He  had resources to Rickshaw Pulling for a living in his  student life .  


  • বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের সহিংসতার পথ অবলম্বন করা উচিৎ না - Students should not  have resort to violence in university campus. 

https://www.facebook.com/TheKAAcademy.Kawsar


SMS-24: ধারণা করা হয়,  অনুমান করা হয় ---- ভঙ্গি থাকলে।


(Supposed/Thought/Surmised) to have/have been + VPP….

যেমন -


  • ধারনা করা হয় জন এফ ক্যানেডিকে ইলিমোনাট্টি দ্বার হত্যা করা হয়েছে - Jhon F kenedy is supposed to have been assassinated by Illuminate.


  • ধারনা করাণা করা হচ্ছে এবার সে নির্বাচনে পাশ করবে - He is being surmised to have passed Election this time. 



SMS-25: যা / যে গুলো করতে হবে...


To be + VPP…..

যেমন -


  • অনেক প্রশ্ন রয়ে গেছে যার জবাব দিতে  - Many questions are left to be answered.  

  • যে বইটা কিনতে হবে তা হলো লাল রঙের - The book is to be bought is red in color.

  • যে গাছ গুলো রুপন করতে হবে তা কীটপতঙ্গ নষ্ট করে ফেলেছে - Insecticides have ruined those tree to be planted .   




ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল্টি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। 

Friday, April 23, 2021

How to say " Pandemic, Covid-19, Coronavirus & Symptoms ". British Accent Hacks



 

৮ম শ্রেনীর গণিত। উৎপাদকে বিশ্লেষণ কর (৪.৩)। সহজ পদ্ধতিতে শিখুন।